স ন্ধা ন

স ন্ধা ন
-জিহাদ আমিন

আমি এমন এক জীবনের সন্ধানে
জানিনা আমি সেই জীবন পড়ে আছে যেন কোন খানে,
যেই জীবনের থাকবে না কোন পিছুটান
সকল বাধা ভয় ভীতি ডিঙ্গিয়ে নিজের মত করে নিজেকে রাঙ্গিয়ে
করবে এক সত্য সঠিক পথও নতুন পৃথিবীর আহ্বান।

বন্দি আজ বিশ্ব পৃথিবী বন্দি সকল মানব জাতি
কোথায় হারিয়ে গেল সকল হৃদয়ের প্রেম প্রীতি
কি করে বুঝবে কেউ যার মাঝে নেই কোন সঠিক ন্যায় নীতি,
দেখতে শুনতে মনে হয় যেন নেহাতই সে ভদ্রলোক
যদি কেউ আঘাতও করে তাকে তবুও জাগবেনা মনে কিছুটা ক্ষোভ।

আমি আজ এমন একটি জীবনের সন্ধানে
কোন কলঙ্কের কালিমা থাকবেনা যার নামে,
যে করবে দেশও দশের জন্য কিছু ভালো কাজ
অন্ততপক্ষে তার কৃত কর্মের জন্য বোধ করবে ক্ষাণিকটা লাজ,
অন্য সবার মত হবেনা যাহার এমন স্বভাব
এমন একটি জীবনের এই জগতে এখন বুঝি বড়ই অভাব।

আমি খুঁজে বেড়াই তারে বিশ্ব ধরণীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
আছে কি এমন কেউ পারিনি এখনও তা জানতে,
পাহাড় পর্বত সাগর সমুদ্র কোথাও এমন রাখিনি বাকি
হে জমিন হে আসমান তুমি হয়ে থেকো সাক্ষী,
আমি হাঁটি পথের পর পথ এমন একটি জীবনের সন্ধানে
যেই জীবন ব্যয় হবে শুধুই পৃথিবীও পৃথিবীর মানুষের কল্যানে।

আমি যদি কোনদিনও তারে খুঁজে নাহি পাই
সে যদি আসেও পরে তোমরা বলে দিও তাই,
এসেছো তুমি এতদিন পরে কেউ’তো ছিল এই জীবনের সন্ধানে
এই বিশ্ব পৃথিবী বহুকাল ধরে ছিল অপেক্ষায় তুমি আসার পথ পানে
সমগ্র জাতি সেদিন হবে একত্রিত সত্য সঠিক ন্যায়ের পথে যার আহ্বানে।।

0.00 avg. rating (0% score) - 0 votes