দেখা অদেখা

দেখা অদেখা
-জিহাদ আমিন

কবে আর হবে দেখা কে জানে
কত কাল এভাবে আমি থাকবো অপেক্ষায়
তুমি আসবে বলে সেই একই পথেরও পানে,
হৃদয়ের বড় একটা অংশ জুড়ে রয়ে গেছো তুমি
বদলাতে পারিনি এখনো নিজেকে সেই আগের মতই রয়েছি আমি।

কবে পড়বে ফিরে ওই একই পথে তোমার পায়ের ধুলি
ভুলে যাই যাই বলে তবুও কি করে তোমায় যে ভুলি
কি করে বলি কত মধুর তোমার মুখের বুলি,
যে কথা আশা জাগায় প্রাণে নতুন করে বাঁচতে
কিছুটা সময় যাই ভুলে সব যাতনা প্রাণ খুলে একটু হাসতে।

পথের পর পথ দিয়েছি পাড়ি কি যেন এক নেশায়
হয়তো সেখানে ছিলনা কোন সার্থ শুধুই তোমায় পাবার আশায়,
কি ছিল সেই অজানা অদেখা নাম জানা সুখ
এতোটা সময় পার করেও হতে পারিনি যার বিমুখ
পরিপূর্ণতা পায় সেখানেও কোন এক প্রেম ভালোবাসায়।

ফেরা হবেনা আর অতীতের স্মৃতি নিয়ে কোন এক পথে
ভাবনা গুলোও ছিল সব ভুল চলবো ফিরে আবার এক সাথে,
দু’জনের সম্পর্কের মাঝে গড়ে উঠেছে এতোদিনে বিশাল প্রাচীর
চলছে পথ যে যাহার নিজ নিজ আপন গতিতে
সকলেই যেন ভীষণ ব্যস্ত কে করবে সে পথের গতি ধীর।

অশান্ত সাগরের ঢেউও কোন এক সময় এসে থেমে যায়
জীবনের নানান প্রতিবন্ধকতা প্রতিকূলতার ভিড়ে
সম্পর্কের সকল বন্ধনও কি চিরতরে যায় ছিঁড়ে
অতি কাছের প্রিয়জনও জীবন থেকে হারায়,
এই জীবনের বড় একটা অংশ জুড়ে চিরকাল থাকবে তুমি
বদলাতে পারিনি এখনো নিজেকে সেই আগের মতই রয়েছি আমি।

কে জানে কবে পড়বে ফিরে সেই একই পথে তোমার পায়ের ধুলি
হাওয়ায় হাওয়ায় উড়বে এলোমেলো হয়ে মাথার চুল গুলি,
হবেনা জানি ফিরে আর দেখা কোনদিনও তোমার সাথে
এক সাথে হবেনা দেখা তাঁরা ভরা আকাশ কোন এক মধ্যে রাতে
দেখা অদেখার এই বন্ধন মিছে মায়া ক্ষত জমা হৃদয়ে ক্ষণিকের ক্রন্দন
তুমি আসবে বলে অপেক্ষায় থাকবো আমি সেই একই পথের পানে।।

0.00 avg. rating (0% score) - 0 votes