মায়ের ভাষা

আমার মায়ের যত কথা আমি শিইখ্যা গেছি;
তাইতো বলি মনের কথা আছে যত বুলি,
সহজ করে কইতে মুখটা কইতে তখন খুলি।

কইতে গেলে বিন ভাষাটি দেখি মুখটা থোক্কায়
ভাবি শুধু ভুল হলো কী থাকি-অনেক দ্বিধায়

আমার মায়ের বর্ণমালা আর কি সহজ অক্ষর,
পর ভাষাতে কেবা পারে এত সহজ টক্কর।
এমন সহজ শিখছি ভাষা আমার মায়ের জুলি,
মধুর কথা কইতে তখন নিজের ইচ্ছা তুলি।

যখন)ফেব্রুয়ারির একুশ তারিখ কৃষ্ণচূড়ার ঘ্রাণ,
তবে)মায়ের ভাষা রক্ষা করতে দিতে হইছে প্রাণ।
মায়ের ভাষায় রাষ্ট্র চলবে উঠল ন্যায্য দাবি,
রফিক জাব্বার ছোড়েগুলি প্রাণটা করে কাবি।

বিশ্ব বাসি নিজের মায়ের ভাষায় সহজ ভাবে,
তাইত করল ভাষা দিবস সারা বিশ্ব তবে।
আমরা যেন শহীদ দিবস সবাই করি পালন,
মনের মাঝে মায়ের দরদ আমরা করি লালন।

0.00 avg. rating (0% score) - 0 votes