তোমাকেই খুঁজি

তোমাকেই খুঁজি
-জিহাদ আমিন

আমার কাছে কিছুই নেই এমন তোমায় দেবার মত ভালোবাসা ছাড়া
তুমি তো জানো আমি তোমাতেই হই মাতোয়ারা,
জীবনের মানে বলতে আমি তোমাকেই বুঝি
এই পৃথিবীতে রয়ছে কত সহস্র জনপদ
আছে কূল কিনারা বিহীন সমুদ্র বিশাল বিশাল পাহাড় পর্বত
এমনও কিছু আছে যাহার সৌন্দর্য রয়েছে আকাশচুম্বী
তাহাদের ভিড়েও সব কিছু ভুলে আমি’তো শুধু তোমাকেই খুঁজি।

আমার স্বপ্ন আমার প্রেম যা কিছু সবইতো তোমার জন্য
শুধু এইটুকু পেয়ে তুমি কি নিজেকে ভাবতে পারো ধন্য,
হতে পারে এমন তুমি নয়তো এতোটা সুখী
জলে ঝরিয়েছে নিরবে নির্জনে তোমার দু’টি আঁখি
আমার কাছে তোমার তুলনা ওগো তুমিই শুধুই তুমি।

সব ভাবনারা তোমার হয়েছে মিছে
ভাবতে যেওনা এমন কি হবে তাহার আগে পিছে
মিছে এই জগতে ভালোবাসা বিনে সবই যেন মিছে,
জানতে চাই তাও তুমি আছো কত সুখে
বেঁচে আছো নিদারুণ সব যাতনা বয়ে নিয়ে বুকে।

চারপাশের যেই সুখ তুমি দেখতে পাও
তার একটিও সুখ নয় সবই যেন এক ধোঁকা
তোমার আগেও কত জন এভাবে সেজেছিল বোকা,
রূপ সৌন্দর্য অর্থ বিত্ত সবই মিছে এক ভালোবাসা ছাড়া
আমার মত করে কে দেবে তোমায় এমন পাহারা।

সুখ সেতো সকলেই খোঁজে ভালোবাসা কেউ কি বোঝে
পাশাপাশি থেকে সুখে দুঃখে এক সাথে জীবন বাঁচে,
কে থাকে এমন কার আশাতে সেও কি এসেছিল তারে বাঁচাতে
যারে বিনে বাঁচতে চায়নি জীবন এক মূহুর্ত
ভালোবাসার চেয়ে কি আছে এই জগতে এত বড় সত্য,
হইয়োনাতো তুমি ওগো এমন করে দিশাহারা
তুমি তো জানো আমি তোমাতেই হই মাতোয়ারা
আমার কাছে কিছুই নেই এমন তোমায় দেবার মত ভালোবাসা ছাড়া।।

0.00 avg. rating (0% score) - 0 votes