ক্ষমা করো

ক্ষমা করো
-জিহাদ আমিন

জীবন আমার সপে দিতে চাই তোমার নামে
আল্লাহ গো আমায় কবুল করো,
করেছি কত পাপ আছে আরো কত অভিশাপ
কেউ যদি আমায় নাও করিতে চায় মাপ
আল্লাহ গো আমায় তুমি ক্ষমা করো।

সাদাসিধে ছিল আমার এই জীবন
কত রঙ্গে রঙ্গিন মাওলা তোমার এই ভুবন,
সাজিয়েছো তারে করে কত পরিপাটি
মাটির এই দেহ খানা আবার তো ফিরে হইবে মাটি
ঈমান আমল আমার বিদায়ের আগে কি সব হইবে খাঁটি।

আল্লাহ গো আমায় তুমি রহম করো
তোমার রহমতের দয়ায় এই পাপীর হাতটি একটু ধরো,
বার বার ভুল করে চলি আমি বিপথে
পথও ব্রত তবুও কখনো পারেনা তারা এক হতে
পাপ কর্মে জড়িয়ে পড়ি ওয়াদা করেও তোমার সাথে।

জানিনা কি হবে আমার সাথে কাল রোজ হাশরে
পাবো কি প্রভুর দয়া ওই মহা আসরে
আমলনামা কি দিবে তুলে আমার ডান হাতে,
ক্ষমা করে দিও তবু তোমায়’তো মানি প্রভু
ঈমান আমল মজবুত করে দিও মৃত্যুর আগে।

কলবে ধরেছে আমার কঠিন জং
মূহুর্তের ভিতর পাল্টাই নিজের চরিত্রের রং,
এই দুনিয়া কি আমার জন্য সব কিছু
কি আশায় কার মায়ায় ঘুরি আমি তাহার পিছু পিছু
লইতে পারবে কি সে বিসমিল্লাহর বরকতের ওজন।

কবে বুঝিবে তুমি ও আমার পাপী মন
কি এমন মায়ায় রয়েছো পড়ে হুশ হবে কখন
কিসের জন্য এই দুনিয়ায় হয়েছে তোমার আগমন,
সপে দাও এক আল্লাহর নামে এই যৌবনও জীবন
হে প্রভু ঈমানের সাথে আমায় তুমি দিও গো মরণ।।

0.00 avg. rating (0% score) - 0 votes