অপরাজিত সৈনিক
-জিহাদ আমিন
আমি জীবনের সাথে লড়ে হার না মানা এক সৈনিক
কত স্বপ্ন আমার ধুলোয় লুটায় সকাল সন্ধা দৈনিক,
এক বেলা মুখের খাবার জোগাড় করিতে
পাড়ি দিতে হয় আমায় মাইলের পর মাইল পথ
অদম্য এই জীবনের সাথে চলতে করেছি শপথ
সত্য সঠিক ন্যায়ের পথে চলি বলে তাই’তো আমার যত বিপদ।
আমি নিজের ঈমান টিকিয়ে রাখতে
লোভ লালসা থেকে দূরে সরে থাকতে
প্রতিনিয়ত প্রতিদিন প্রতিক্ষণ করে যাই আমি যুদ্ধ,
এই সমাজ দেশ অর্থ স্বার্থ পারেনি আমায় বদলাতে
ওরা সবাই তাই আমার প্রতি হয় এতোটা ক্রুদ্ধ।
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলি বলে
শাসক শোষকদের লুটপাট দুর্নীতির বিরুদ্ধে লড়ি বলে
সবার চোখে আজ হয়েছি আমি বিদ্রোহী,
দেশের স্বার্থে দশের স্বার্থে ন্যায়ের পথে চলি বলে
জামিল দুশমন স্বার্থবাজরা সাজাতে চায় আমায় দেশদ্রোহী।
পারিনি পারবোনা নিজেকে আমি বদলাতে
যতই জামেলার মুখোমুখি হতে হোক আমায় পথে ঘাটে,
পারবোনা নিজের স্বার্থে কখনো মিথ্যাকে সত্য বলিতে
প্রয়োজনে বুক পেতে দিব ঝাঁজরা করুক ওরা বুলেটের আঘাতে।
আমি দেখেছি ওদেরি মত কত আসতে যেতে
লোক মুখে নাম শুনলেও জানায় তাদের সবাই ধিক্কার,
পায়নি অবশেষে পাশে কাউকে আপন বলতে
লাঞ্ছনা বঞ্চনা সয়েছে কত শুনেও শুনেনি কেউ তার আর্তনাদ চিৎকার।
আমি পারবোনা নিজ ধর্ম ও ন্যায় নীতির বিরুদ্ধে কথা বলতে
সত্য মিথ্যাকে মিশ্রিত করে এক সাথে পথ চলতে,
নিজে নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা আমি এক সৈনিক
কত স্বপ্নরা আমার চোখের সামনে ভেঙ্গে চুরমার হতে দেখি দৈনিক,
হেরে যেতে পারি আমি এই পৃথিবীও পৃথিবীর সকল মানুষের কাছে
তবুও নিজের বিবেকের কাছে ন্যায়ের পথের এক অপরাজিত সৈনিক।।