গর্জন

গর্জন
-জিহাদ আমিন

গর্জে উঠতে হবে মনে রাখতে হবে কে কি বলে কবে
এক এক করে বিন্দু বিন্দু পরিমান হিসাব বুঝে নিতে হবে,
ধৈর্য্যের বাঁধ পেরিয়ে নিজেকে দূরে সরিয়ে
সব কিছু আমি মেনে নিতে পারি
গর্দান টেনে ছিঁড়ে ফেলবো যদি এমন সাহস কেউ করে
টান দিতে চায় তারা আমার ইসলাম ধরে।

আমি মানিনা দুনিয়ার কোন রাজার শাসন
আমি শুনতে চাই না কারো কাছে
কোরআন হাদিস ছাড়া অন্য কোন বইয়ের ভাষণ,
তৈরী আমি সারা শরীরে জড়িয়ে নিতে সাদা কাফন
জীবনের প্রতি বিন্দু মাত্র নেই মায়া আমার
আল্লাহর বিধান জারি রাখতে মৃত্যুকেও করে নিতে পারি আপন।

হুশিয়ার দুনিয়ার সকল বদ জালিমেরা
এই জমিনেই এক দিন হবে তোমাদের জিন্দা দাফন,
যে আমার ইসলামও রাসূলের বিপক্ষে কথা বলবে
কোনদিনও হতে পারেনা তারা আমাদের আপনজন।

বীর মুজাহিদেরা প্রস্তুত বরণ করে নিতে মৃত্যু
হোক না সে আমার জাত ভাই
যেই ইসলামের বিরুদ্ধে কথা বলে আজ থেকে সে আমার শত্রুু,
তৌহিদি জনতার এই গর্জন আজ ইসলামের দুশমনদের বর্জনের
সারা বিশ্বের শত শত কোটি মানুষের জন্য ভালো কিছু অর্জনের,
বিশ্ব নবী মুহাম্মদের উম্মত আমি
করিনা এক আল্লাহ বিনে দ্বিতীয় অন্য কারো গোলামি।

সার্থ লোভীরা দুনিয়ার লোভের মোহে পড়িয়া
ভুলিতে বসিয়াছো কে তোমায় করেছেন সৃষ্টি?
কে দিয়েছেন তোমাকে পৃথিবীর এই অপরূপ সৌন্দর্য দেখিবার দৃষ্টি?
ভয় কর তুমি সেই কঠিন দিবসও দিনের
যেইদিন থাকবেনা তোমার ক্ষমতার দাপট পেশি শক্তি
কে করিবে তোমায় উদ্ধার এখন যাহাদের তুমি করিতেছো ভক্তি?
এসো সত্যের ছায়াতলে যদি পেতে চাও দুনিয়াও পরকালে মুক্তি।

গর্জে উঠেছে আজ বিশ্বের সকল বীর মুসলমান
প্রয়োজন হলে আপন করে নিবো মৃত্যু রক্ষার্থে ইসলামের সম্মান,
আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহর বান্দা ও গোলাম আমি
তিনি ছাড়া মানিনা মানিনি কখনো অন্য কাউকে প্রভু
করিনা দুনিয়ার কোন মূর্তি কিংবা অন্য কারো ক্ষমতার কাছে মাথা মত কভু।।

0.00 avg. rating (0% score) - 0 votes