যাযাবর জীবন
-জিহাদ আমিন
আমার ফিরে যাবার বুঝি আর নেই কোন পথ
একেলা চলতে পথ নিতে হবে শপথ,
আমি যে রয়েছি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে
কেউ কি দিবে হাত বাড়িয়ে বুকে নিতে জড়িয়ে
আসলে আসুক সেই পথের সামনে যতই বিপদ।
সামনের চলার পথ অতিব অন্ধকার
পা বাড়ালেই শুনতে পাই আর্তনাদ চিৎকার,
এখানে কেউ কারো নয় সবাই সবার
পরের সুখ খুঁজতে গিয়ে আমি হয়েছি যাযাবর
এতোটা সময় পার হলেও পারিনি বুঝতে কে আপন কে পর।
আকাশে উড়ে বেড়ানো পাখিটিও স্বাধীন
নিজের মনের ঘরে স্বপ্ন বুনে রঙ্গিন
আমার বেলায় কবে আসবে আবার সেই শুভ দিন?
হয়তো আমি এখানেই বেশ আছি ভালো
জ্বালাতে চাই নিজেকে আরো বেশি করে
জানতে চাই আর কত খানি জ্বললে দেখবো সুখের আলো।
স্বপ্ন দেখি আমিও এখনো ফিরে পাবো অতীত জীবন
হেসে খেলে বেড়াতো সে তার নিজেরি মতন,
পথে যখন নেমেই পড়েছি পথ আমার খুঁজতেই হবে
না বুঝলে বুঝক পৃথিবীর অন্য কেউ
নিজেকে নিজের আমায় যে বুঝতেই হবে।
এই পৃথিবীটা যদি এতোটাই সহজ হতো
তাহলে যে সুখের পরশ পাথর চাওয়ার আগেই সে হাতে পেত,
ফিরতে তো হবেই যে করেই হোক আমাকে
এই ভাবে হার মানা তো জীবনের স্বভাব নয়
চেষ্টা আমায় করে যেতেই হবে প্রয়োজনে বরণ করে নিব পরাজয়।।