ছেঁড়া ডায়েরি

ছেঁড়া ডায়েরি
-জিহাদ আমিন

ছেঁড়া ডায়েরির প্রতিটি পাতায় কিছু স্মৃতি ছিল জমা
কত কথা লেখা ছিল আমার সেথায়
মনের ভুলে দিতে পারিনি ঠিক ভাবে দাড়ি কমা,
জানিনা আমি সেই সব পুরনো দিনের স্মৃতি গুলো
আমায় কোনদিনও ওরা পারবে কি করিতে ক্ষমা।

দেখেছি আমি একটি মৃত গাছেও এসেছিল পাতা
নকশি কাঁথার প্রতিটি নকশার মাঝে
লুকিয়ে থাকে মন ভুলানো কত প্রেমের কথা,
ঢেলেছি কত জল আমিও গাছে এভাবেই’তো জীবন বাঁচে
অজস্র তারকা ভরা রাতের ওই আকাশে একটাই চাঁদ ভাসে।

খোঁজেছি বহুকাল ধরিয়া প্রিয়তমা তোমায়
হয়েছে বহুকথা মনে মনে তবুও মন দেখা নাহি পায়,
জানি তুমি আমার থেকে এখন বহুদূরে
ছেঁড়া ডায়েরির পাতা জুড়ে কত কিছু লিখা ছিল তোমায় নিয়ে
সেই সব কথা মনে হলে এখনো হৃদয়ে অতীত কড়া নাড়ে।

অচেনা এক জন প্রেমিক এসেছিলা মনের দুয়ারে
তাকে আমি কোনদিনও দিই নিই ঠাঁই
বলো তুমি ছাড়া আমার আর কি চাই,
রাত আসে দিনের পরে সন্ধায় জোনাকিরা এসেছিল আমার ঘরে
বুঝতে একটুও হয়নি দেরি কে আগে আর কে পরে।

ছেঁড়া ডায়েরির মধ্যেখানের একটি পাতা
এই হৃদয়ও মাঝে কিছুটা দাগ কেটেছিল
জানিনা আমি সঠিক ভাবে সেথায় কি লিখা ছিল,
ঝাপসা ঝাপসা কিছু মনে পড়লে জল ঝরে দু’চোখে
জানেনা মন আমার কোন অজানা ব্যথা জমে আছে এ বুকে।

ভুলে যেতে চাইলেও কি মন থেকে সবকিছু ভোলা যায়
ছেঁড়া ডায়েরির কিছু স্মৃতি একাকী নিরবে এখনো কাঁদায়,
কত নাম না জানা জীবনের প্রিয়জন হারানোর ব্যথা
কারো না বলা জমানো গোপন সব কথা
সাক্ষী ছিল শুধুই ছেঁড়া ডায়েরিটার সব গুলো পাতা।।

0.00 avg. rating (0% score) - 0 votes