পরকালের খবর

পরকালের খবর
-জিহাদ আমিন

ও রে মন ও আমার মন
সারাক্ষণ কেন করিস তুই এত দল বল?
সুযোগ পেলেই করতে চাস জোর জবর দখল
কখনো কখনো একটু সঠিক সত্য কথা বল,
যেই দিন তোর হইবো রে মরণ
জড়াইয়া শরীরে সাদা কাফন দিবো তোরে দাফন
সব কিছুই যে হবে অচল যদি না থাকে ঈমানও আমল।

কার আশায় তুই রইছিস পড়ে
নামাজ রোজা থেকে দূরে সরে
দল বল কি তোর সঙ্গী হবে অন্ধকার কবরে?
মুখে আল্লাহ আল্লাহ বল
বুকে নিয়ে কোরআন রাসূলের দেখানো পথে চল।

আজকে তোর সবাই আছে
কালকে বুঝি তোর কেউ নাই
আজরাইল রইছে দাঁড়িয়ে তোরে নেওয়ার অপেক্ষায়,
কে হবে তোর সঙ্গের সাথী আসছো একা যাইবা একা
কেউই করবেনা আর তোর সাথে দেখা,
যেই দিন চিরতরে বন্ধ হয়ে যাবে এই না দু’টি আঁখি
হঠাৎ করে উড়াল দিবে আমার পরান পাখি।

বিদায় যেদিন হইবো রে তোর
কাটবে তখন সকল ঘোর
কার লাগিয়া কাটাইয়া দিলাম সাধের এই জীবন মোর,
টাকাকড়ি ধন সম্পত্তি কত কিছু ধার করিলাম
জীবন যৌবন সবইতো পার করিলাম
ও রে মন ও আমার মন
একবারও লইলাম না আমি পরকালের খবর।।

0.00 avg. rating (0% score) - 0 votes