আমি অতি সাধারণ
-জিহাদ আমিন
সকল সাধারণের মাঝেও আমি অতি সাধারণ
আমি জানতে চাই না এর কোন কারন
আমি মানতে চাই না করো কোন বারণ
আমি জানি আজ না হয় কাল
ঠিকই আমার হবেই মরণ,আমি অতি সাধারণ,
আজ যার সব আছে কাল তার কিছুই নাই
সকালে বিলাসবহুল বাড়ি সন্ধায় পুড়ে হয় ছাই,
যে যেই পথেই চলুক যে যেই কথাই বলুক
এই জগৎ সংসারে আমি অতি সাধারণ তাই।
নাম শুনেছো কেউ এক জীবনের
যেই জীবন পেয়ে কেউ নিজেকে মনে করে ধন্য,
কেউ অভাব অনটনে মুখোমুখি হয় বিপদ আপদে
একই জীবন পেয়েও হতে হয় তাকে ভীষণ মনক্ষুন্ন,
ওদের তুলনায় আমার সমস্যা অতি নগণ্য
যাদের মিলে না দু’বেলা দু’মুঠো অন্ন,
যেভাবেই রেখেছেন আমায় বিধাতা
এতেই আমি নিজে নিজেকে মনে করি ধন্য।
বেশি পাওয়ার আশা তুমি ভুলে যাও
যা কিছু হারিয়েছো জীবন থেকে তাও তুমি মেনে নাও,
যেইটুকু আছে যাহার ভাগ্যে লিখা
সেইটুকু সে পাবেই এই কথাটাও জেনে নাও,
দেখেছো কি কেউ ওই পথশিশু
অন্ন বস্ত্র তাহার নেই তেমন কিছুই,
সারাদিন অভারের তাড়নায় ঘুড়ে বেড়ায় পথে পথে
যদি মিলে যায় কখনো অন্ন বস্ত্র কিছু,
মাথা গোজাবার জন্য নেই ভালো একটু জায়গা
তুমি কি তাহার চেয়েও কি এই জগতে বেশি অভাগা।
নদী ভাঙ্গনের কবলে পড়িয়া
কত জন হারায় তাহার নিজ বসত ভিটা ঘর
আসমান ছাড়া কিছুই থাকেনা শূন্য ওই মাথার উপর,
হারিয়ে ওরা সবকিছু তবুও শেখেনি হারতে
শিখিয়ে দিয়েছে এই জগতের মাঝে
কিভাবে হয় প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকতে,
এক জীবনে কিছু পাই আর না পাই আমি তো মানুষ ভাই
যিনি এই জীবন আমায় করেছেন দান
হে আল্লাহ তুমি বড়ই মহান ও মেহেরবান।।