প্রেম কোনটা আর মোহ কোনটা তুমি তখনই চিনবে

প্রেমের কোন সংজ্ঞা হয় না!

প্রেম কোনটা আর মোহ কোনটা তুমি তখনই চিনবে, 
যখন তুমি নিজেকে নিজে জানতে শুরু করবে। 
কারণ, দুটোর উপসর্গ প্রায় যে একই– 
কিন্তু, প্রেম অনন্ত আর মোহ সাময়িক!

0.00 avg. rating (0% score) - 0 votes