সার্থক জীবন
-জিহাদ আমিন
তৈরী হও যুবক দায়িত্ব তোমায় বুঝে নিতে হবে
এই পৃথিবী নতুন করে গড়ার দায়িত্ব
এসেছে এখন তোমাদের হাতে,
করতে কি চাও না তুমি নিজের জীবন স্মরণীয়
জানতে কি চাও না তুমি
এই পৃথিবীতে কি তোমার করণীয়,
জরাজীর্ণ এই পৃথিবীর মাঝে শুরু করে দাও আবাদ
জয় তোমার হবেই নিশ্চিত আসুক যতই বিপদ।
আলো দেখিলে যারা ভয় পায়
যেইজন পড়ে থাকে চিরকাল আঁধারে
আলো আঁধারের তফাৎ কি সে কখনো বুঝতে চায়,
তুমিইতো সেই আলোর প্রদীপ
জ্বালিয়ে দাও সকল জীবনের দীপ
কার এত হিম্মত তোমার পথ রুখে দাঁড়াবার
তৈরী হও সময় এসেছে ওদের হারাবার।
কে তোমায় পথ দেখিয়ে দিবে?
ওরা যে সবাই নিজেরটাই বেশি ভালো বুঝে
সত্য যে শুধু এই ধরণীর বুকে একজনই খোঁজে,
ভুলে কি গিয়াছো তুমি মুহাম্মদের নাম
দোজাহানে সৃষ্টিকর্তা দিয়াছেন যাহার সম্মান
অনুসরণ কর একমাত্র তাহার দেখানো পথ
এক আল্লাহর নামে তুমি কর শপথ।
যেখানে দেখিবে অন্যায় তুমি রুখে দাঁড়াও
ভাই হয়ে ভাইয়ের ভালো কাজে সাহায্যের হাত বাড়াও,
পিছু হটবার সময় যে নেই আর
এই জীবন পেয়েছো তুমি ধরণীতে একবার
আসবে না সুযোগ জীবনে বার বার,
চলে যেতে হবে ফিরে তোমাকেও এক দিন
জানিয়ে দাও এই পৃথিবীকে কি ছিল তোমার সঠিক দ্বীন,
সময় হয়েছে তৈরী হও হে যুবক
বিদায়ের পূর্বে নিজের জীবনকে করে যাও তুমি সার্থক।।