অবুঝ পাখি

অবুঝ একটা পাখি এসে আমার পাশে খালি ওরে,
পাখির এমন উড়ে ডানা যায়না বলা মুখের কাছে।

নিজের বাসার নীচ পরিচয় চিনবে যখন তার
ঘরে ফিরে যাবে পাখি আপন ঘরে‌ মার পরিচয়
পাখির যখন বুঝবে নিজে হারিয়ে যাবে এই নিকটে
পাখিও খুব মুগ্ধ জানি খুব আকাশে উড়তে জানে

খুব একটি মিষ্টি পাখি মিষ্টি তাহার এই সম্রাজ্যে
-এই প্রকৃতির এমন প্রেমে সত্যি কারের ভালোবাসা
অর্থকরী কিছু তাহার তাই মানে না নিজের মাঝে।।

অর্থ ছাড়া যে প্রকৃতির আপন করে মনে ডাকে
পাখি যে তার জাত বোঝেনা অবুঝ মনে থাকে
পাখির জাতে চিনলে পাখি জাতের পরে টান
তখন যে তার অবস্থা কি উড়াল দেবে গান।

-রচনা মোঃ মুসা

0.00 avg. rating (0% score) - 0 votes