শ্রাবণের বাদল ধারা… অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব)

শ্রাবণের বাদল ধারা… অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (সপ্তম পর্ব)

কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

এসেছে শ্রাবণ বইছে প্লাবন
বৃষ্টি ঝরে মুষল ধারায়,
খালবিল মাঠ পথ নদীঘাট
ভরে আছে কানায় কানায়।

আঙিনায় জল তাহে ভেকদল
মেতে ওঠে কল কোলাহলে,
পথে জল জমে বৃষ্টি নাহি কমে
গলি পথ ভরে আছে জলে।

শ্রাবণের মাস চাষী করে চাষ
লাঙল চালায় ভিজে ভিজে,
সন্ধ্যা হলে পরে নিজ কাজ সেরে
রোজ ফিরে আসে ঘরে নিজে।

দূরেতে অজয় দ্রুতবেগে বয়
প্লাবনের জলে উঠে ঢেউ।
বরষায় আজি চলে গেছে মাঝি
হেথা নদীঘাটে নাই কেউ।

প্লাবনের জলে ঢেউ ভেসে চলে
জল ঢোকে বামুন পাড়ায়,
একূল ওকূল ভাঙে দুই কূল
ক্রুদ্ধ অজয় সবেগে ধায়।

0.00 avg. rating (0% score) - 0 votes