শ্রাবণের বাদল ধারা… অজয় নদে এলো বান কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)

শ্রাবণের বাদল ধারা… অজয় নদে এলো বান
কবির কলমে বর্ষার কবিতা (তৃতীয় পর্ব)

কলমে-লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণ ধারায় আজি নামিল বাদল,
নদীনালা পথ ঘাটে থই থই জল।
কড়কড় মেঘ ডাকে, হাসিছে বিজুলি,
অবিশ্রান্ত বারি ঝরে মহা রব তুলি।

অজয়ের নদীঘাটে ভিড় নাহি আজি,
শ্রাবণে বাদল ঝরে আসে নাই মাঝি।
নদীতে প্রবল ঢেউ এসেছে জোয়ার,
ভরানদী করে পার সাধ্য আছে কার?

দুই কূলে গ্রাম ভাসে বরিষার জলে,
ধাবিছে অজয় নদী মহা কোলাহলে।
ভেসে যায় বাড়িঘর জলে ভাসে গাছ,
নদী থেকে আসে উঠে বড় বড় মাছ।

শ্রাবণের বারি ধারা ঝরে অবিশ্রাম,
অজয়ের প্লাবনেতে কাঁদে সারাগ্রাম।

0.00 avg. rating (0% score) - 0 votes