কবিতার ছোঁয়া মনে প্রাণে ।।। শফিক তপন
আমার ভালবাসা
ছড়িয়ে দিলাম কবিতায় তাই কবিতা হলো ছন্দময়,
ছন্দে ভরা কবিতা
যেন ভালবাসার ছবিটা অত্যন্ত আপনার মনে হয় ।
আমার সব কবিতা
আমি ছড়িয়ে দিলাম এমহাবিশ্বের চিরসবুজ বুকে,
পৃথিবী জেগে উঠুক
প্রতিটি দিন মোর কবিতার ছন্দে কাটুক পরম সুখে ।
আমার ভালোবাসার
কবিতা গুলো ছড়িয়ে দিলাম ঐসাগরের কলতালে,
আমার কবিতার ছন্দে
পরমানন্দে পাখিরা গান গায় বসে ঐগাছের ডালে ।
আমার কবিতার ছোঁয়া
আকাশ বাতাস প্রকৃতির কোলে পৃথিবীর সবখানে,
যেখানেই ভালোবাসা
আমার কবিতা সেখানেই সব মানুষের মনে প্রাণে ।
১১ই জুলাই, শনিবার ২০২০ইং
ক্যানবেরা, অস্ট্রেলিয়া ।