নররূপে নারায়ণ দাও প্রভু দরশন আমার প্রাণের ঠাকুর (অষ্টম পর্ব)

নররূপে নারায়ণ দাও প্রভু দরশন
আমার প্রাণের ঠাকুর (অষ্টম পর্ব)

            কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

প্রাণের ঠাকুর হৃদয়েতে আছো
নর রূপধারী নারায়ণ,
জীবনে চলার পথে তুমি প্রভু
করি সদা তোমায় স্মরণ।

শয়নে স্বপনে নিশি জাগরণে
তব নাম স্মরি অবিরাম,
প্রেমের ঠাকুর তুমি ভগবান
তোমাকেই জানাই প্রণাম।

আঁধারেতে ভরা জীবনে আমার
দেখায়েছো তুমি আলো,
জীবনের পথে ধ্রুবতারা তুমি
তোমাকে বেসেছি ভালো।

বিপদে আপদে স্মরি তব নাম
গাহি তব সদা জয়গান,
ফুলে ফলে তুমি বিরাজিছ প্রভু
তুমি যে আমার ভগবান।

প্রভাতে উঠিয়া করি ইষ্টভৃতি
সারাদিন জপি তব নাম,
কলির ঠাকুর দেবতা আমার
লহ প্রভু আমার প্রণাম।

0.00 avg. rating (0% score) - 0 votes