সেই মেয়েটি বাঁচতে চাই
কবিঃ মোবারক হোসাইন[নোয়াখালী]
দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে
বাঁধলো সুখের ঘর।
মারজাহান নামের সেই
মেয়েটি ছিল স্বার্থপর।
সুখের ঘরে আলো হয়ে
চলতো এলোমেলো।
বাবার সংসার নিয়ে তার
দিনগুলি কেটে গেলো।
হঠাৎ এক অশুভ ছায়া
পড়লো তাহার তরে,
সুখ শান্তি হারিয়ে গেল
প্রেমের মধ্যে পরে।
দিন যায় মাস গিয়ে তার
এলো পরের বছর,
প্রেমটা তাহার মনের মাঝে
ছড়ায় কঠিন আছর।
সময়ের পরে সময় দিতো
ছিল প্রয়োজন যত,
সময় দিলো না ছেলেটি
চেয়েছে মেয়ে যত।
পড়ালেখা করতো সে
উত্তর সোনাপুরে,
অভিমান্য সীমার মাঝে
প্রেম যায় বহুদূরে।
কার প্রেমে বেঁচে যাবে
মারজাহান অসহায়,
প্রেম নিয়ে সবার মাঝে
সেই মেয়েটি বাঁচতে চাই।
আলহামদুলিল্লাহ