depression

আকাশের পানে তাকিয়ে দেখ, শূন্যতায় পরিপূর্ণ
আমার হৃদয়ে খুজছ আর কি, বাকিটা জির্ণশীর্ণ
অপরূপ সুন্দর, অপার মায়ায়, অনাবিল মাধুরতায়
অনাকাঙ্ক্ষিত, অনুশোচনায়, অনুতপ্তিত মন কাদছে শীতলতায়।

সাগরের পানে তাকিয়ে দেখ, স্রোতধারা বহমান
আমার মতো অসময়ের মাঝি পাবেনা চলমান
অসীম তীরে, চারিদিক ঘিরে, চলছে অগনীত ঢেউ
সংকুল মনে, পেছনে ফিরে, বলছে না আপন কেউ।

চাদের পানে তাকিয়ে দেখ, মায়াবি মরিচিকা
এখন আমি অচল তাই, হাটছি, একা একা
সময় আসিবে আমারো, হৃদয় হয়েছে ক্ষিপ্ত
উজ্জ্বলতা আমিও ছড়াবো, লক্ষ্য হয়েছে দিপ্ত।

0.00 avg. rating (0% score) - 0 votes