কলাপাতার বানর

*কলাপাতার বানর*

কলা গাছ এনেছে,
আব্বু বাজার থেকে
বড় হলে খাব আমি
যখন কলা পাকে।

দিন যায় রাত যায়
দেখি গাছের পানে
কলা কখন ধরে আবার
কে কখন যানে।

গাছে মৌচাক ধরল কলা
দেখতেই আমার হলো বলা
সব কলা আমার হবে।
তা আর হয়েছে কবে।

কলাগাছে বানর থাকে
আমি থাকি ঘরে
কলাপাতায় ভর দিয়ে
চুরি সে করে।

আমার কলা বানরের পেটে
কি হলো এত খেটে
মনের দুঃখে ভাবি আজি
বানর বেটা কি যে পাজি।

নিচে তাকিয়ে দেখি কারা
গাছের গোড়ায় হয়েছে চারা
দেখিস এবার বানর বেটা
কিভাবে করি লাঠি পেটা।

0.00 avg. rating (0% score) - 0 votes