#আমার আমি


আমি আশাহত, অস্থির, ভাগ্যের কাছে পরাজিত
আমি নির্ঘুম, নির্বাক, নিজের কাছে অনাবৃত
আমি অবুঝ, কুতসিত, বোকার মতো
আমি অর্থহীন, নীরর্থক, পোকা শত।

আমি বিশ্বাসী, যাকে ঠকানো সোজা
আমি অস্থায়ী , যাকে মনে হয় বোঝা
আমি নির্বিকার, শুধু দেখে যাই সব
আমি নিষ্পন্ন, মনে নেই অনুভব।

আমি হেরে যাই, যতবার জিততে চাই
আমি ফিরে যাই, যতবার ধোকা পাই
আমি অস্তিত্বহীন, কোথাও নই দামি
আমি রংগবিহিন, শুধু আমার আমি।

0.00 avg. rating (0% score) - 0 votes