আমি আমরা প্রতিবাদী

বায়ান্নের ভাষা সৈনিক
আমরা একাত্তরের মুক্তিযোদ্ধার মত নির্ভীক
৭ই মার্চের মত প্রতিবাদী বজ্রকন্ঠ
অন্যায়ে করি নাকো মাথা নত
আমরা কবি নজরুলের বিদ্রোহী কবিতা
জসীম উদ্দিনের নকশী কাঁথার মাঠ
রবিন্দ্রনাথের আমার সোনা বাংলা আমি তোমায় ভালবাসি।

আমরা নিখিলে দৃষ্টান্ত দিতে বাঙ্গালীর বাংলার সংস্কৃতি
কৃষাণীর হাসিমাখা মুখ রাখালের বাঁশির সুর
আমরা পাহাড়ী গোঙ্গানো শব্দের পাশে আমরণ দাঁড়াতে চাই
অনিয়মের পায়ে শেকল বেঁধে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে লড়ে যাই
আমরা করি নাতো ভয়
নীলাদ্রী অভিজিৎ হয়েছে ক্ষয়
রক্তের কালিতে স্বাক্ষর হবে আজন্ম আমি আমরা বাঙালী।

আমরা কাঁটাতারে ফেলানী কিংবা তনুর রক্তমাখা শরীর
বেপরোয়া যানে পিষে যাওয়া রক্তের নির্গমন
কৃত্তিকা ত্রিপুরার লোমহর্ষক ঘটনার অভিমানী প্রতিবাদ
বিবেকে লজ্জার সমীরণ
আমরা লড়তে চাই, স্বার্থহীন বীরের মত আনকোরা সমাজ গড়তে
আমি আমরা প্রতিবাদী।

লাদেনের কুশপুত্তলিকায়
তাজ হোটেল থেকে বনানীর হলি আর্টিজেনে
ঘৃণা অন্তর উঠোনে
৭৫’র পনেরই আগস্ট রাত
দু’হাজার এক পহেলা বৈশাখের ভোর আমাদের রন্ধ্র কম্পিত
আমরা ২৫’ই মার্চের ঘুটঘুটে অন্ধকারের কান্না
লজ্জা মিশ্রিত নতুন প্রজন্মের যোদ্ধা।

আমরা তরঙ্গিনীর বয়ে চলা উজানের স্রোতে
ভালবাসার বনানীতে মানবতার কুসুম ফোঁটাবো
বৈশাখী দমকা হাওয়ায় আমরা স্বর্নলতিকা
আমরা বকুলের ঘ্রাণ বিলিয়ে বেড়াই এই দ্বার থেকে ঐদ্বারে।

প্রাণের বিনিময়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন যারা
আমরা তাদেরই বাংলা রক্ষায় আপোষহীন অঙ্গীকারবদ্ধ।

০০:১০

0.00 avg. rating (0% score) - 0 votes