প্রেমের আহাজারি ।।। শফিক তপন
তোমার কথা আমারই মনে গভীর দাগ কাটে,
আমি তখন সওদা করি তোমার প্রেমের হাটে ।
তুমি যখন আমায় ভাবো তোমার মনেই ঘুরি,
তোমার প্রেমে মত্ত হয়ে আকাশে বাতাসে উরি ।
কত কথাযে মোর মনের মাঝে সর্বদা উঁকি দেয়,
গভীর রাতে চাঁদনীটা মোর আজও খোঁজ নেয় ।
ভালোবেসে আমি রাজা হলাম তুমি হলে রানী,
সবটুকু ভালবাসা বাসি হয়নি কভু জানাজানি ।
প্রতি ক্ষণে আমি ভালোবাসার কাছে হার মানি,
প্রতিটা মুহূর্তেই মোর ভালবাসা হয়ে উঠে দামী,
ভালবাসা যবে মোরে তোমার দুয়ারে নিয়ে যায়,
তখন মোর মন হারিয়ে যায় ঐ সুদূর নীলিমায় ।
মন হারিয়ে অযত্নে অবহেলায় ভিখারীর বেশে,
শূন্য রিক্ত নিঃস্ব উতলা হই আমি নির্বিশেষে ।
তোমারই অবহেলায় পিষ্ঠ নিদান এক ভিখারী,
আজীবনই করছে তোমারই প্রেমের আহাজারি ।
শফিক তপন
রবিবার, ৩রা মে ২০২০ইং
২০শে বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ