করোনাকালের কবিতা (তিন)

তিন। হয়ত: প্রকৃতি সবই জানে

 

 

 

 

 

হয়ত: প্রকৃতি সবই জানে
আমরা সে যান্ত্রিক জীবনে
নেই আর সহমর্মিতা মননে
স্নেহ মমতা নেই প্রিয়জনে
ব্যস্ত কখন পৌঁছব গগনে।

হয়ত: প্রকৃতি সবই জানে
দৌড়াচ্ছি সুখের অন্বেষণে
প্রিয়জন একাকী রয় ঘরে
নিঃসঙ্গ ভেবে কি কষ্ট মনে
সাথী দীর্ঘশ্বাস জল নয়নে।

হয়ত: প্রকৃতি সবই জানে
করোনার দাপটে এ ক্ষণে
মানুষ ভয়ে কোয়ারেন্টিনে
জন্ম নিবে মায়া প্রিয়জনে
তাকাবে বাবামা পরিজনে।

Tuesday, April 21, 2020

0.00 avg. rating (0% score) - 0 votes