চাকচিক্য শহর

অচেনা শহরের ভিড়ে অচেনা সব মুখ,
পথিক অবিরত হেঁটে চলছে তার লক্ষ্যে,
যুগলরা বসে আছে পার্কে, রেস্টুরেন্টে,
মধ্যবয়সী যুবক চাকরির খোঁজে অফিস থেকে অফিসে ছুটে
হাজার হাজার মানুষের জীবিকার তাগিদে এদিকসেদিক ছুটে চলা
নিঃস্ব, হাত, পা, চক্ষু হারা মানুষগুলো হাত পাতে মানুষের দ্বারে,
কেউ কারো দিকে নজর দেয় না, যেন কেউ কারো নয়।

সহসা ছেঁড়া কাপড় পরিহিত শিশু পত্রিকা হাতে হাঁটছে মানুষের দ্বারে,
কেউবা আবার ফুলের মালা নিয়ে;
এ কোন অলীক গল্প নয়,
শহুরে মানুষের জীবনকথা।

গ্রামীণ অসহায় ছেলেটি শহরে পড়তে এসেছিল,
চোখেমুখে তাঁর হাজারো রঙিন স্বপ্ন,
কলেজের টিউশন ফি দিবে কিভাবে?
রঙিন শহরে ঘুমোতে পারেনা সেই ছেলেটি,
কেউ তো জানেনা, কেউ তো সে খবর রাখেনা।

কেউ কারো দিকে নজর দেয় না, যেন কেউ কারো না।
মানুষ নাকি সৃষ্টির সেরা জীব
অথচ মানুষের অন্তরে অন্যের প্রতি দরদ উথলায় না
দরদ যে হয় না তা না
দরদের অন্তরালে থাকে আরেক মুখোশ
মুখোশ পড়া কিছু মানবতার ফেরিওয়ালা
মানবতার নামে হয় বাণিজ্য
লোক দেখানো দরদ
আহা কবে মানুষের মতো মানুষ হবি তোরা….

0.00 avg. rating (0% score) - 0 votes