আকুতি

আমার স্বপ্নের কোনো কূলকিনারা নেই জানি,
তবুও তোমার স্বপ্নের বালুচরে আমার পদচারণা
আশায় জীবন, জীবনই শ্রী
জানি না স্বপ্নগুলো সত্যি হয়ে আসবে কিনা,
তবুও আশা বুকে বেঁধে
বেঁচে থাকার প্রয়াস মাত্র
আমি আমাকে চিনি না;
কিন্তু আমি আমার চিরচেনা সেই পথটি চিনি।
তোমার সরল পথের পথিক আমি
আমি আমাকে চিনি না;
আমি আমার চিরচেনা সঙ্গীকে চিনি।
রাতদিন যার সাথে আমি গল্পে বিভোর থাকি
সেই চিরচেনা সঙ্গী
যার হাত ধরে আমি আমার গন্তব্যে পৌছাঁতে পারি,
তুমি আমার সেই রঙ্গিন পথের সঙ্গী,
আর তুমি আমার সেই গন্তব্য,
কখনো নিরুদ্দেশ হবো না,
কখনো পথ হারাবো না।

0.00 avg. rating (0% score) - 0 votes