অবহিত

কৃষ্ণচূড়া ফুটেছে আজ ডালে ডালে
দুনিয়া ভরে গেছে জালে জালে
গরিবের চাল-ডাল চুরি করছে যারা মিলেমিশে
পরকালে সাপ, বিচ্ছু ঠুকরিয়ে খাবে গিলে গিলে।

কিষাণ-কিষাণী ছুটে চলছে পালে পালে
মানুষ বদলে যাচ্ছে কালে কালে
আরও কতো কি বদলে গেছে সালে সালে
চালকুমড়া ঝুলছে গ্রামের চালে চালে।

নীল আকাশে ঠুকাঠোকি করে চিলে চিলে
ভুলের প্রায়শ্চিত্ত করতে হয় তিলে তিলে
কৃষক খরা রুদ্রে অবিরাম ছুটে চলে বিলে বিলে
পদ্মফুল আর শাপলা ফুল ফুটেছে ঝিলে ঝিলে।

0.00 avg. rating (0% score) - 0 votes