রাখবো তোমায় ঢেকে ।।। শফিক তপন
আতঙ্ক কিংবা হাহাকারে বন্দী থাকবনা দুজন,
নিষেধাজ্ঞর বাঁধ ভেঙে কাছে আসবে দুটি মন ।
ক্লান্ত পৃথিবী যখন নীরব স্তব্ধ বোবা এবং একা,
তখনই মোর মন মন্দিরে মিলছে তোমার দেখা ।
না বলা যত কথা লুকিয়ে রেখে দেব সংগোপনে,
কিছু কথা হবে আর বাকী সব ভেবে যাব এ মনে ।
দুইজনার মাঝে থাকবেনা কোন অদৃশ্য দেয়াল,
বিনাসূতার মালায় গেঁথে রাখব তোমার খেয়াল ।
ঐ যে নীলম্বর গেছে থমকে ধরণীর বোঝা ভার,
আজকে সংকটাপন্ন মোদের মন–মানসিকতার ।
বিধাতাকে ডাকেন মুসলিম হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান,
সবাই করোণার দুর্দশা হতে পেতে চায় পরিত্রান ।
দুনিয়ার সবাই আইন মানলে সবই থেমে যাবে,
নিয়মিত স্বাস্থ্য চর্চার মাধ্যমে সবাই রেহাই পাবে ।
পৃথিবী আবারো সোনালী আলোয় উঠবে ভরে,
সুখে দুখে আনন্দ ও উৎসবে মিলবে পরস্পরে ।
আতঙ্কিত না হয়ে করে যাও যার যা ভাল লাগে,
তবে নিয়ম এবং নীতি মানতে হবে সবার আগে ।
সঠিক নিরাপদে থেকে করোণাকে করবে প্রতিহত,
সকলের সদিচ্ছা ও চেষ্টায় ঘুচবে অসুস্হতা যত ।
করোণা পারবেনা রাখতে মোরে তোমা হতে দূরে,
তোমার ঐ মন মন্দিরে প্রতিনিয়ত আসবো ঘুরে ।
শোনাব আমার না বলা সব কথা দূরে দূরে থেকে,
প্রীতি ও প্রেমের ছায়াতলে রাখবো তোমায় ঢেকে ।
— শফিক তপন
ক্যানবেরা, শরৎকাল, শনিবার, ১৮ই এপ্রিল ২০২০ইং
গ্রীষ্মকাল, ৫ই বৈশাখ, ১৪২৭ বঙ্গাব্দ