মহামারী করোনা

করোনা এক মহামারীতে রূপ নিয়েছে/
লাখ লাখ মানুষ মেরে তবুও তার মিটেনা মৃত্যুক্ষুধা/
ডাক্তারেরা ঘর ছেড়ে আজ হাসপাতালে/
তবুও নিন্দুকেরা করে চলে মিছে নিন্দা।

শহর নগর জুড়ে চলছে/
আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিয়মের লকডাউন/
ডাক্তারেরাও তাদের সাথে যুদ্ধ করছে/
পিপিই ছাড়া গায়ে দিয়ে পাতলা গাউন।

ব্যস্ত শহরের রাস্তাঘাট অলিগলি/
সবকিছু আজ বড্ড নিঃসঙ্গ/
মানুষের আনাগোনা আড্ডাবাজি/
কর্মস্থলে ছুটাছুটি স্তব্ধ পুরো বঙ্গ।

চতুর্দিকে প্রকৃতির হাসাহাসি বিরাজমান/
সারা পৃথিবীর মানুষ দেখে হতভম্ব/
সমুদ্র জলে ডলফিনের লাফালাফি/
রাস্তায় বানর নাচে লেজ উঁচিয়ে দেখিয়ে নিতম্ব।

0.00 avg. rating (0% score) - 0 votes