করোনা ভাইরাস

 করোনা ভাইরাস
সাইকান

লকডাইন শহরগুলো আজ ঘুমন্ত যে
হচ্ছে না সারকাস
বিশ্বজুড়ে আতঙ্ক আজ
কতটা প্রানঘাতি এই করোনা ভাইরাস!

হাজার হাজার মরছে মানুষ
আকাশ জুড়ে নেই ক ফানুশ
কারো মুখে ফুটছে না যে আল্লাহ খোদার ভয়
কখন জানি কার কপালে এই আক্রমন হয়।

পুলিশ-আর্মি পথে ঘাটে
পাছায় মারছে লাঠি,করছে সচেতন
বিশ সেকেন্ড ধরে হাত ধোয়া যে
অতীব প্রয়োজন।

গরীবের পেটে যে আজ শুধুই নাড়ী
চেয়ারম্যান যে চাল করলো চুরি
এম্বুলেন্স ছাড়া মরলো মঈন
ফ্লু ভাইরাসের আক্রমন।

ফেনীর ছেলে বউ কোপালে
কোপের নেশায় মত্ত হয়ে
বি.বাড়ীয়ার ছেলে পা হারালো।
প্রকৃতি যখন হলো পূষন
গার্মেন্টকর্মী ঘর নির্বাসন
বাঙালি তখন ততই দূষন।

ট্রাম্প যখন করোনায় ব্যস্ত
বাঙালি তখন লুডুতে মত্ত
হাজার পেরোলো করোনার আক্রমন
আসুন সবাই থাকি সচেতন।

গল্প হবে চায়ের আড্ডায়
যাবো আমি বাসায় বাড্ডায়
ঘরে বাইরে করি মাস্কের ব্যবহার
ভিটামিন ‘সি’ খাবার যে এখনই দরকার।

দেখা হবে আবার এক সুস্থ শহরে
তালা ঝুলিয়ে দাও তোমার দুয়ারে
নতুন দিনের সুপ্রভাত দিতেছে আমায় হাতছানি
ভয় পেও না সখি
দেখা হবে আবার মানস- রঙ্গিনী।

0.00 avg. rating (0% score) - 0 votes