অন্ধকার কবর
মোঃ ছাকিবুল ইসলাম (শাওন)
আজ যদি চলে যাই আমি,
ঐ অন্ধকার ঘরে।
নাহি যতি, নাহি নূর ,
থাকি নিশিতে নীরবে।
থাকি একা নাহি ভয়;
আল্লাহ মোর আছে সহায়।
যার মনে আছে খোদা ভিরু;
তাহার নাহি কোনো কিছু ভয়।
যে মনে জপে আল্লাহ নাম;
তব মম ঐ হিয়া ভিরু আল্লাহ নাম।
নাহি ভয় ,করে জয়;
আল্লাহু আকবার বলে।
লয়ে মনে ,জয় করে;
তবে সম্মান দোজাহান।
ঐ নাম জপে যে;
গুনাহ মাফ পাবে সে।
করে জয়,নাহি ক্ষয়;
বলে আল্লাহু আকবর।
যারি হিয়া,বলি খোদা;
করে আল্লাহু আল্লাহ।
দেও ডাক,করে মন সাফ,
চাই পানা হে খোদা।
দেও মোরে করে মাফ;
হে রব, হে রব ,বলি খোদা।
আল্লাহু আল্লাহ।
