আমি আজ ক্ষিপ্ত ,
অই শুমুল গাছের ন্যায় কাটা যুক্ত।
আমি ক্ষিপ্ত,কিন্তু নরম মন,
ঐ শিমুল তুলার ন্যায় নরম।
আমি আজ জ্বলন্ত গরম উষ্ণ,
কিন্তু শিতল ঐ হিমেল হাওয়ার মতন।
আমি আজ ঝড় ,প্রবল বেগ,
আমি তখনি শান্ত ,নিরীহ।
আমি শক্তির উৎস সূর্য,
আমি শীতল ভূমি।
আমি ক্ষিপ্ত বাহিরে,
ভিতর মোর শিমুল তুলা খানি।