চির বিকৃত নষ্ট ভুমি করিলো নিক্রিষ্ট জাতী।
আজ মুসলিম নির্যাতিত ঐ হিন্দু ভুমি,
করেছে ওরা গনহত্যা মুসলিম দিল্লি বাসি।
আজি অশ্রু বুকে রক্ত আগুন জ্বল জ্বল।
জাগে চেতনা মরি তবু ,করবোনা নত মোর শির খানি।
শত শিশু করছে ঐ দালাদের দল নিফাত সর্বহারা ।
কই জাগো মুসলিম,দেও হানা ,
আজি দিন আজি দিন ,করিবো অত্যাচারিদের পতন পালা।
মোরা বিদ্রহি ,মোরা রনবীর,পাইনা কাউকে ভয়,