বিশ্ব চিত্র

    পৃথিবীর চিত্রদৃশ্য আজ পাল্টে গেলো
    বন্ধ হলো উপাসনা মসজিদ মন্দিরও,
    চারদিকে জনশূন্য জন্য নেই ভীড়।
    গোটা পৃথিবীটা আজ এক আতংকিত
    মৃত্যুর মিছিলে সব নিস্তব্ধ নগরী।

    কোন দরজা কপাট খোলা নেই আর
    স্বর্গীয় দূত কপাটে নেই প্রার্থনার
    মুক্তির মিছিল আর এখনো আসেনি
    সার বিশ্ব তামা তামা করে দিল সব।
    কোন নাটকের দৃশ্য নয় সিনামার দৃশ্য
    কোন মানুষের নাহি বাঁচবার ঠাঁই
    একবার কেউ আর বলতে পারেনা।

    এক মহামারী দৃশ্য গ্রাস করে নিল
    এই পৃথিবীর লোক মানুষের প্রাণ।
    একমাত্র স্রষ্টা আছে চির সত্তা জীব
    তিনি জেগে আছে শুধু পৃথিবীর বুকে
    সকল জন মানব শূন্য চারদিকে
    দৈত্য দানব করোনা প্রাণ খেয়ে ফেলে..

    রাস্তা ঘাট মাঠ বিল দোকানেরপাট
    মানুষের নেই আর জন সমাগম
    নেই কোন পীর ভীর ধার্মিক মানব
    হাসপাতাল মৃত্যু মৃত্যুর মিছিল।
    দিশেহারা পৃথিবীর সকল প্রাণীরা।
    বাহিরের দৃশ্য পট ভিন্নতে রকম।

    মৃত্যু রোগীর পাশে নেই যানাজায়
    নেই কোন তার হয় পোড়া শবদেহ।
    নাক মুখ বাঁধা এক আলাদ মানব
    আক্রান্ত ব্যাক্তির ছেড়ে পালিয়ে যাচ্ছেই।

    পথ ঘাট পার্ক মাঠ জন শূন্য দৃশ্য
    মানুষের কোথায়ও বাঁচ বার ঠাঁই ।
    আজ পৃথিবীর বুক নয় নিরাপদ
    একমাত্র গগনের পথঘাট ছাড়া ।
    আজ শুধু জমিনের মৃত্যুর মিছিল।

0.00 avg. rating (0% score) - 0 votes