করোণা ভাইরাসকে নয় ভয়

করোণা ভাইরাসকে নয় ভয় ।।। শফিক তপন
————————

করোণাভাইরাস অনেকগুলা ভাইরাসের সমন্বয়,
এই ভাইরাসে সর্দি জ্বর কাশি এবং শ্বাসকষ্ট হয় ।
ঝুঁকি বেশী আক্রান্ত রোগীর আশে পাশে যে রবে,
হাঁচি-কাশি টিস্যুতে চেপে ডাস্টবিনে ফেলতে হবে ।

বিশ্বব্যাপী করোণা যেন সাখ্যাত মৃত্যুর এক যম,
রোজ আক্রান্ত হয় মানুষ যদিও মৃত্যুর ঝুঁকি কম ।
ঘুরাফিরা ও আড্ডায় নয় সময়মত ফিরবে ঘরে,
বিশ্ব স্বাস্হ্য সংস্হার নির্দেশ মানবে বেশী করে ।
আমি নই ভীত -সন্ত্রস্ত করোনা ভাইরাসের ডরে,
মনোবল অটুট যদি কভু করোনা ভাইরাসে ধরে 
যাইনা আর খাইনা কোথাও থাকতে যে হয় ঘরে, 
আল্লাহকেই বেশী করে ডাকি রোজ নামাজ পড়ে 
মন্ত্রী মিনিস্টার রাজা প্রজা কেহই যায় নাই বাদ,
চারপাশে মৃত্যুর আতংকের ভয়াবহ এক বিস্বাদ  
বন্ধু  বান্ধব ডাকলে বলে দেই ব্যস্ত আছি ভাই, 
কিছু মনে করবেননা আমার যাওয়ার সময় নাই  

পরিস্কার পরিচ্ছন্ন থাকি ঘনঘন হাত  মুখ ধুই, 
নিত্য ব্যবহার্য জিনিসপত্র আলাদা জায়গায় থুই প্রত্যেকে অযথা জনকোলাহল যেন এরিয়ে চলি, 
সবাই যেন সুস্হ্য থাকেন প্রত্যহ আল্লাহ কে বলি প্রত্যেককেই চলতে হবে করোণা ভাইরাস এরিয়ে, 
জায়গা না পেয়ে সমাজ থেকে যায় যেন বেরিয়ে  
এই করোণা ভাইরাসকে নয় আল্লাহকে করি ভয়,
ইনশাআল্লাহ এই ভাইরাসকে নিশ্চয় করব জয় । 

করোণা ভাইরাস রে তুই করছিস একি সর্বনাশ, 
সারা বিশ্বে ফেলছিস যে তুই লাশের উপর লাশ ।
যত কষ্ট হোক নিজেদের রাখতে হবে বন্দী করে, 
থাকতে হবে দূরে দূরে এ ভাইরাসে যেন না ধরে । 

মানুষ এভাইরাসের আক্রমণে হয়ে গেল শেষ, 
বিশ্বেজুড়েই আক্রান্ত বাদ নেই যেন কোন দেশ । 
প্রত্যেককেই গড়ে তুলতে হবে কঠোর প্রতিরোধ, 
জীবন বাঁচাতে হবে জাগ্রত রেখে নিজের বোধ । 

গোটা পৃথিবীতে মানুষ এখন করছে আহাজারি, 
কিকরে যে যায় ঠেকানো করোণার এই মহামারি । 
করোনা ভাইরাসটা আসছে দ্রুত সারা বিশ্ব ঘুরে, 
দু:খজনক যে এটা ঢুকতে চাইছে সবার দেহজুড়ে । 

এই মূহুর্তে অতীব জরুরী সবকিছু রাখা বন্ধ করে, 
নইলে যে মাছিও ভাইরাস ছড়াবে মানুষ ধরেধরে ।
পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে থাকতে হবে অবিরত,
নিজেকে দূরত্বে রেখে করোণা করতে হবে প্রতিহত । 

- শফিক তপন 
শনিবার, ১৪ই মার্চ ২০২০ ইং 
বসন্তকাল , ৩১শেফাল্গুন, ১৪২৬ বঙ্গাব্দ
0.00 avg. rating (0% score) - 0 votes