-
আমার কাছে অশ্লীল মনে তবে তারে হত,
কথায় কথায় গালি দেয়া অভ্যাস পরিণত।
আমার কাছে অশ্লীল মনে তবে পরে তরে,
নিজের মূল্য লেলিহানে তথায় বিলি করে।
আমার কাছে অশ্লীল মনে তবে তারে হত,
অন্যায় করে চাঁপার জোরে হাসি খুশির মত।
আমার কাছে অশ্লীল লাগে অতিরিক্ত চালাক,
কথায় কথায় শ্রদ্ধা বিহীন বড় করে ফালাক।
আমার কাছে অশ্লীল লাগে দেহে ভরা ঘেন্না,
নোংরা ছবির নোংরা কাজে হাসি মুখের চেন্না।
আমার কাছে অশ্লীল লাগে অশ্লীল মনের লোক,
সুন্দর জিনিস কুৎসা করে সুপ্ত দেহর ভোগ।
আমার কাছে অশ্লীল লাগে ময়লা কাদা রঙ,
অশ্লীল লাগে মিথ্যা কাজের মিথ্যা বাদির ঢঙ।
আমার কাছে অশ্লীল লাগে জীবন বিলি করা,
না বুঝে তার উপর পড়ে কারোদিকে চড়া।
আমার কাছে অশ্লীল লাগে স্বার্থ বাদির রঙ
অশ্লীল লাগে অভিনয়ের চরম দেহের জং।
আমার কাছে অশ্লীল লাগে অশ্লীল মানুষ জন,
সুন্দর জগত বাস করে যে ভাবে জঙ্গল বন।
আমার কাছে অশ্লীল লাগে গোপন চক্র বাক
বলবি কি আর তাদের কথা না বলেই থাক।