ভালবাসা চাই

শুধু ভালবাসা দিবসে নয় , সাড়াটা জীবন
তোমার ভালবাসা চাই ;
শুধু ফুল আর উপহার নয় ওগো প্রিয়তমা
তোমায় কাছে যেন পাই ।
গোলাপে কাটা আছে জানি, তবু তোমার দেয়া
লাল গোলাপ আমি চাই ;
সুখে দুঃখে কাছে থেক , তুমি ছাড়া জীবনে
আমার আর কেহ নাই ।
অনেক করেছ ছলনা দিয়েছো অনেক ব্যথা
তবু যাইনি তোমায় ছেড়ে ,
তোমায় আমি বন্ধু মানি ,তুমি তাই দূর কোথাও
যেওনা আমায় নিঃস্ব করে ।
আমি তোমার মন চাই প্রেম চাই , চাই যে আরও
ভালবাগা ভালবাসার ছোঁয়া ;
আমরন থাকবে পাশে , রইবে না আর দূরে সরে
শুধু এইটুকু মোর চাওয়া ।

0.00 avg. rating (0% score) - 0 votes