একুশে ফেব্রুয়ারী

ঊন্নিশো বায়ান্নোর একুশে ফেব্রুয়ারী ,
বাংলার ঘরে ঘরে উঠেছে আহাজারী ;
‘রাষ্ট্র ভাষা বাংলা চাই শুধু বাংলা চাই ,
বাংলা ছাড়া ওরে অন্য কোন কথা নাই ।
টাকার রাজপথে লাল রক্ত ঝড়েছিল ,
কৃষ্ণচূড়ায় যেন আগুন লেগেছিল ;
সালাম বরকত আরও কত প্রাণ
ঝড়ে গেল রাখতে মাতৃভাষার মান ।

দমেনি বাঙালীরা থামেনি আন্দোলন ,
মাতৃভাষার জন্য লড়েছে আমরণ ;
লড়াই করেই তারা বিজয়ী হয়েছে ,
বাংলা ভাষার মান রাখতে পেরেছে ।
একুশের চেতনায় জাগ্রত জনতা ,
একাত্তুরে নিয়ে এল তারা স্বাধীনতা ।
৩০৴০১৴২০২০

0.00 avg. rating (0% score) - 0 votes