অপেক্ষা

তুমি হাসলে সূর্য হাসে

আনন্দেরা ছুঁয়ে থাকে আমাকে।
তুমি কাঁদলে অঝরে বৃষ্টি ঝরে
বিষাদে ভরে ওঠে মন!

তুমি রাগলে মনের জগতে
রাত্রি নামে,
অভিমানে নামে সন্ধ্যা।

তুমি ছুঁয়ে দিয়ে মনের গহীনের

জনীগন্ধারা সুবাস ছড়ায়!

তুমি ছাড়া বড় অসম্পূর্ণ আমি,
কাছে এসে ভালবেসে
আমায় পূর্ণ কর প্রেয়সী আমার।

এই জনমে
নাইবা যদি পাই তোমায়,
শত জনম ধরে
অপেক্ষায় রবো প্রিয়তমা ।

0.00 avg. rating (0% score) - 0 votes