কাল বসন্ত
– সাইকান
শুনলাম, কাল নাকি বসন্ত
কিন্তু কাল যে ভালবাসা দিবস!
বাসন্তী শাড়ি,লাল পাঞ্জাবি পরে
আমাদের কি বেইলী রোড যাওয়া হবে না!
যাওয়া হবে নাকি কফি খেতে আপনে
চুমো খাওয়া হবে নাকি আর গোপনে!
শুনলাম,কাল নাকি বসন্ত
চারদিকে শুধু বসন্তের উৎসব
ভালবাসা নিয়ে খেলা
তোমার স্মৃতিরা আমার মনে করিয়ে দেয়,
ভালবাসাগুলো জমা পড়ে আছে মেলা।
শুনলাম,কাল নাকি বসন্ত
শীতে বলেছিলাম আসবো আমি ফাগুনে
ফাগুন চলে গেল,
আসা হলো না আমার সেমিস্টারের চোদনে।
শুনলাম, কাল নাকি বসন্ত
পাশের রুমের গাজাখোর ছেলেটাও নাকি
হাত ধরে হাটবে
আবার যখন দেখা হবে
ধরবে কি হাত আমার
দেবে কি তোমার ভেজা অধরের মিষ্টি হাসি?
শুনলাম,কাল নাকি বসন্ত
তারা নাকি লুকিয়ে প্রেম করবে
তারা নাকি রিকশা দিয়ে ঘুরবে
এই শোনে, তুমি কি ঘুমোবে কাল?
শরীরটা কি বড্ড খারাপ যাচ্ছে এই বিকাল?
শুনলাম,কাল নাকি বসন্ত
এইভাবে পাচটি বসন্ত চলে গেল
কিন্তু মেয়েটার কাছে মিট করা প্রতিটি দিন
এক একটা বসন্ত।