আমার কবিতা আমার গাঁ (ষষ্ঠ পর্ব)

আমার কবিতা আমার গাঁ (ষষ্ঠ পর্ব)
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী

ছোট গাঁয়ে আছে ছোট অজয় তটিনী,
তটে বসে শুনি আমি কল কল ধ্বনি।
গ্রাম সীমানায় দেখি তরুর ছায়ায়,
রাখালিয়া সুরে কেহ বাঁশরী বাজায়।

রাঙাপথে হেঁটে যায় পথিকের দল,
দূর মাঠে চরে গাভী, মহিষ সকল।
রাঙামেঘ ভেসে চলে আকাশের গায়,
পাখি সব গান গায় তরুর শাখায়।

ছোট গাঁয়ে ছোট ঘর সবুজের ছায়ে,
ছোট এক দিঘি আছে আমাদের গাঁয়ে।
দিঘি পাড়ে তালগাছ আছে সারি সারি,
গাঁয়ে আছে আমবন, খেজুর, সুপারি।

গাঁয়ে আছে সুখ, শান্তি আর ভালবাসা,
ছোট গাঁয়ে জাগে মোর নিত্য নব আশা।

0.00 avg. rating (0% score) - 0 votes