স্মৃতি

একদিন হারিয়ে যাবো
এই পৃথিবী ছেড়ে,
যে সব স্মৃতিগুলো আছে
মিশে যাবে ধূলোকণায় মাটির নিচে।

স্মৃতির পাহাড় কোণায় কোণায়
মিশে যাবে ধূলোকণায় মাটির নিচ তলায়,
স্মৃতির খেলা মনের সব জ্বালা যন্তনা
মিশে যাবে মিশে মাটির নিচ তলায়।

বুকের জ্বালা যন্তনা
কাঁদে মন কাঁদে,
সারারাত অশ্রু ঝড়ে
বালিশ ভিজে চুপচুপে।

বুকে জমানো কষ্ট
মুখে ফুটে হাসি,
কান্নায় সারারাত
দিন যায় একাকী।

0.00 avg. rating (0% score) - 0 votes