কষ্টের জল

কষ্টের আঘাতে
মৃত্যু লাশ আমি,
জীবিত লাশ হয়ে
কাঁদি আমি কাঁদি।

চোখের জল বের হয়
কষ্টের তীব্রতায়,
মনের আঘাতে
কাঁদে মন কাঁদে।

চোখের জলের ভাষা
বুঝে নাতো কেউ,
আমাকে দেখবে নাতো
কখনো কেউ।

চোখের জলের মূল্য নেইতো
কারো কাছে,
নেইতো রক্তের সম্পর্কের
মানুষের কাছে?।

চোখের জলের ভাষা
বুঝে নাতো কেউ,
কখনো বুঝবে নাতো
আপন মানুষ কেউ।

যে কাঁদে সে বুঝে
কাঁদে কেনো সে?,
কষ্ট লুকিয়ে কাঁদে
সে রাতের আধাঁরে।

লুকিয়ে লুকিয়ে
কাঁদে সে কাঁদে ঘরের কোণে,
বুঝতে দায়না কাওকে
হাসি মুখ চলে সে

0.00 avg. rating (0% score) - 0 votes