মাগো তুমি চলে গেলে

মাগো তুমি চলে গেলে ।।। শফিক তপন

মাগো তুমিতো চলেই গেলে সবাইকে ফাঁকি দিয়ে,
তুমি নাই আজ শূন্য ঘরে আমরা বাঁচব কি নিয়ে ।
তুমি ছিলে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের ভীরে,
আজ তুমিতো স্মৃতি হয়ে রয়ে গেছ সবাইকে ঘিরে ।

কতদিন ধরে হাসপাতালের বিছানায় ছিলে পড়ে,
তুমি কিছু না খেতে পেরে কষ্ট করেছ কতদিন ধরে ।
সেখানে কতটাযে কষ্ট করে কেটেছিল তোমার দিন,
হাড্ডিসার কঙ্কাল দেহ আর মুখটিও হয়েছে মলিন ।

কতকথা জানি ভেবেছো শুয়ে তুমি শুন্য বিছানায়,
আঁখি জলে তোমার বুক ভেসেছে গভীর বেদনায় ।
জেগেজেগে কতরাত কেটেছে তোমার নির্ঘুমে হায়,
বেদনা আর বিষাদে গিয়েছ ভেসে স্মৃতির মূর্ছনায় ।

কত নাবলা কথা স্বপ্ন আশা বুকে ছিল সংগোপনে,
আমরা হয়ত তা জানতেও পারিনি তা কোন ক্ষণে ।
হয়ত নাবলা কষ্ট লুকান অজস্র ব্যাথা বলনি মুখে,
নাফেরার দেশে চলে গেছ সবকিছু চাপা দিয়ে বুকে ।

বিদেশে চিকিৎসা করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছ,
এ অল্প বয়সে কতকিছুই তুমি নিভৃতে সহ্য করেছ ।
সব কিছু ছেড়ে তুমি দিয়েছো নাফেরার দেশে পারি,
বিধাতার কাছে চলেছ পৃথিবীর মায়া মমতা ছাড়ি ।

তোমার দূর্দিনে যাঁরা বাড়িয়ে দিয়েছেন পবিত্র হাত,
হে বিধাতা তাঁদের সহী ও সালামতে রেখ দিনরাত ।
যেন সুখ শান্তি সম্মৃদ্ধিতে ভরে তাঁদের আঁখি পাত,
জীবন ছায়ান্হে সহজেই খুঁজে পান পবিত্র জান্নাত ।

মাম্মী তোমার শোকে বাবারও যে আজ মলিন বেশ,
ঘুম নেই খাওয়া নিজের যত্ন নেই চিন্তারও নেই শেষ ।
যদি কারো কোন অপরাধ তোমার কাছে থাকে জমা,
পরপারে তুমি আজ নিজ গুণে করে দিও তার ক্ষমা ।

এ খোদা এত অল্প বয়সে হলাম আমরা মাতৃহারা,
বুঝিনা কি তোমার বিধান রীতি নীতি এবং ধারা ।
এ বুকটা ফেটে যায় মাগো তোমার কথা মনে হলে,
সবাইকে দুখের সাগরে ভাসিয়ে অকালে গেলে চলে ।

দোয়া করো তোমার দেখানো পথই আমাদের পথ,
মানুষের সেবায় নিয়োজিত হব এই মোদের শপথ ।
তোমার সব স্বপ্নই যেন আমরা পূরণ করতে পারি,
মানুষ যেন বলেন মোদের মা ছিলেন স্বর্ণগর্ভা নারী ।

ফাঁকি দিয়ে মাগো যেখানেই থাকো তুমি যত দূরে,
তুমি তো রয়েছ আমাদের মন প্রাণ ও ধ্যান জুড়ে ।
আল্লাহ যেন করেন তোমায় পবিত্র জান্নাত বাসী,
তোমাকে আমরা মাগো অনেক অনেক ভালবাসি ।

– শফিক তপন
– বৃহস্পতিবার, ১১ই পৌষ, শীতকাল ১৪২৬ বঙ্গাব্দ
– ২৬শে ডিসেম্বর, বৃহস্পতিবার ২০১৯ ইং

0.00 avg. rating (0% score) - 0 votes