সূর্য উঠে ভোর বেলাতে
শাপলা ফুল ফুটে জিলে
পদ্ম ফুটে দিঘির জলে
এনে দেবো তুমি চেয়েছো বলে।
তোমাকে আমি সব দিয়েছি
তোমার মনে ঠাই কি পেলাম
আজ বুঝে গেছি আমি
তোমাকে আমি নাইবা পেলাম।
তোমার জন্য গেয়েছি গান
পাশের বাড়ির বাগানে
তোমার প্রেমে দিয়েছিল ডুব
আড়ালে গোপনে।
গ্রামের পথটি ফাঁকা আছে
ফাঁকা তোমার উঠান
রাঙাপরী লাল শাড়িতে
কাদের বাড়ির বৌঠান।
ভুলে যেও আমাকে তুমি
আমার স্মৃতি গুলোর কথা
আমার কথা মনে হলে
মনে নিও না ব্যথা।