যুদ্ধ চাই

আমি আবার যুদ্ধ চাই;
বাংলাদেশের ভক্ত চাই,
আগুন গরম রক্ত চাই,
প্রতিবাদী কণ্ঠ চাই ,
লৌহপেটা হস্ত চাই,
বাজের মতো দৃষ্টি চাই ,
হার মানানো সৃষ্টি চাই,
অকুতোভয় কৃষ্টি চাই,
ভালোবাসার বৃষ্টি চাই।

বুলেট চেড়া শক্তি চাই,
হাড় কাঁপানো হল্লা চাই ,
শত্রুগুলোর কল্লা চাই,
আত্মবলির মঞ্চ চাই ,
অনিয়মের ধ্বংস চাই ,
আবার আমি যুদ্ধ চাই।

0.00 avg. rating (0% score) - 0 votes