আজ মনে পড়ে

    কেনো জানি এতো বেশি
    মনে পড়ে আজকাল,
    তোরে জন্য আমার ভেতর
    এতোটা যে আজ বেহাল।

    কেনো এতো ভাবের এই বেগ
    তোরে দিকে ছোটে,
    কেনো এতো সকাল বিকেল
    মনের ভেতর খোটে।

    আমি জানি কেউনারে তুই
    আবেগ ভরা এক প্রেম,
    সারা জীবন ভাবছি যাকে
    ভেবে কোথায় এলেম।

0.00 avg. rating (0% score) - 0 votes