বিজয়ের পতাকা

স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে
এনেছি বাংলাদেশের মানচিত্র,
যুদ্ধ করে এনেছি স্বাধীনতা
হাতে নিয়েছি বিজয়ের পতাকা ।

রক্তের বিনিময়ে স্বাধীন দেশ
লক্ষ্য শহীদের প্রাণের দেশ
ষোল কোটি এই দেশ,
স্বাধীন বাংলাদেশ।

দেশের জন্য যুদ্ধ করে
এনেছি স্বাধীনতা পতাকা,
জীবন দিয়ে এনেছি
লাল সবুজের পতাকা।

লক্ষ্য শহীদের এই দেশ
ষোল কোটির বাংলাদেশ,
আমার দেশ স্বাধীন দেশ
বাংলাদেশ বাংলাদেশ।

দেশের জন্য জীবন দিয়ে
এনেছি লাল সবুজের পতাকা,
রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি
বিজয়ের পতাকা।

0.00 avg. rating (0% score) - 0 votes