আমার দুঃখ কষ্ট সঙ্গী

আমার মন কষ্টে ভরা
আমার জীবন দুঃখে ভরা,
সুখ,দুঃখ কষ্ট সব কিছুই
সময়ের লুকোচুরি খেলা।

দুঃখের সঙ্গে জড়িয়ে
কষ্টের সাথে মিশে,
কাঁদি আমি কাঁদি একা
দেখেনা কেউ বুঝেনা কেউ
আমার বুকের জ্বালা।

সুখে দুঃখে তবুও থাকি
মন ভালো করে চলি,
হাসি মুখে কথা বলি
হাসি মুখে চলাফেরা করি।

লুকোচুরি খেলা কষ্টের বেলা
সুখের দিনে সুখ বেলা,
সময়ের সব খেলা।

দুঃখ কষ্ট সঙ্গে নিয়ে
চলি আমি একা,
বুক ভরা কষ্ট নিয়ে সঙ্গে
চলি আমি একা,
দুঃখ কষ্ট সঙ্গী আমার
সঙ্গী সারা জীবনের।

0.00 avg. rating (0% score) - 0 votes